- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৪ | ৬:০৫ অপরাহ্ণ
রংপুর রাইডার্সকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার চেষ্টায় ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বিপজ্জনক হয়ে ওঠা এই অলরাউন্ডারকে ফিরিয়ে রংপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মোহাম্মদ ওয়াসিম। সাকিব-সোহানদের রংপুর রাইডার্সকে ২৮ রানে হারাল খুলনা টাইগার্স। সেই সঙ্গে চলতি বিপিএলে জয়ের হ্যাটট্রিকও করল এনামুল হক বিজয়ের দল।
বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে আজ শুক্রবার (২৬ জানুয়ারি)) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ নেওয়াজের ফিফটিতে ভর করে ১৬০ রানের পুঁজি পেয়েছিল খুলনা। জবাবে রান তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রানে।
ব্যাট হাতে ৪০ রানের পাশাপাশি বল হাতেও ৪ উইকেট পেয়েছেন দাসুন শানাকা। লঙ্কান এই অলরাউন্ডারের বোলিং আগুনে পুড়েছে রংপুরের ব্যাটাররা। শানাকা ছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিম ও নেওয়াজ।