• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    খেলার মাঝে জানা গেল করোনায় আক্রান্ত রোহিত শর্মা

    খেলার মাঝে জানা গেল করোনায় আক্রান্ত রোহিত শর্মা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুন ২০২২ | ১:২১ অপরাহ্ণ

    করোনার জন্য গতবছর অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই অসম্পূর্ণ সিরিজ সম্পূর্ণ করতে গিয়ে ফের সমস্যায় ভারতীয় দল। ভারতীয় শিবিরে ফের হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।

    ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে লেস্টারশায়ারের বিপক্ষে খেলছে ভারত। অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করালে রোহিতের করোনা ধরা পড়ে। আপাতত তিনি আইসোলেশনে আছেন। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি রোহিত। প্রথম ইনিংসে ২৫ রানে আউট হন।

    বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। রবিবার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে তার।
    ভারত ছাড়ার আগেই করোনায় আক্রান্ত হন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডে গিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত ছিলেন বিরাট কোহলিও। এবার আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।

    ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। যে কারণে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় পড়েছে ভারত।

    এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন। সেই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ম্যাচের ব্যবধানে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০