• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২১ | ৫:২৮ অপরাহ্ণ

    ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। আজ রবিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর মোনাজাত করেন নেতারা।

    শ্রদ্ধাজ্ঞাপন শেষে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা শপথ গ্রহণ করেছি— দেশের মানুষকে একত্র করে, রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট এই সরকারকে পরাজিত করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাবো। বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা।’

    সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, `১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে ৫০ বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সেই আকাঙক্ষাকে ধুলিস্যাৎ করে নিয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

    `৭ নভেম্বর‘ প্রসঙ্গে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, `আজ ঐতিহাসিক সাত নভেম্বর; জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দ্বিতীয়বারের মতো এই দিনে আমরা স্বাধীনতাকে সুরক্ষিত করতে পেরেছিলাম শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে।’

    এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবদুস সালাম ও ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় সাংবাদিকরা পরিবহন ধর্মঘট ও খালেদা জিয়ার বাসায় ফেরার প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনও জবাব দেননি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০