- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৩:৪৭ অপরাহ্ণ
গতবারের মতো এবারও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার (১১ মে) আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) দুই দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা কখনও নির্বাচন ছাড়া অন্যকোনও উপায়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে আসিনি। আমাদের পক্ষে সেটা করা সম্ভবও নয়।’
তিনি বলেন, ‘আমরা সব সময় নির্বচানমুখী। সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে–এটিই আমাদের প্রত্যাশা।’
বিএনপি বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বচান করবে না–এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত নির্বচানে বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপি একটি রাজনৈতিক দল। কাজেই আমাদের প্রত্যাশা, তারা এবারও নির্বাচনে অংশ নেবে।’