- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩ | ৭:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিলা নদী থেকে নাইম নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সে রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নে শিলা নদীতে এলাকার কয়েক যুবক মিলে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় নাইম (২০)। এসময় তার সাথে থাকা কয়েকজন মিলে অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে দুইশ গজ উজানে শীলা নদীর নয়াপাড়া ব্রিজের নীচ থেকে নাইমের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ যুবক স্রোতের টানে ভেসে গিয়ে ডুবে গিয়েছে। বিকেলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।