• আজ বুধবার
    • ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গলাচিপায় কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ নভেম্বর ২০২১ | ৫:০২ অপরাহ্ণ

    গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাহেব আলী মাতব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে পৌরসভার মুসলিম পাড়ায় সাহেব আলীর নিজ বাড়ির দক্ষিণ পাশে বাগানের কাছে এ হামলার ঘটনা ঘটানো হয়। দুর্বৃত্তরা সাহেব আলীর ঘাড়ে ও বুকের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

    সাহেব আলীর বড় ভাই ইউসুফ আলী মাতব্বর বলেন, শুক্রবার রাত দুইটার দিকে সুমন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে সাহেব আলীকে বাড়ির দক্ষিণ পাশে ডেকে নেয়। এসময় কোন কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা সাহেব আলীর উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০