• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাংনীতে বিএনপি অফিসে ছাত্রলীগের হামলা

    গাংনীতে বিএনপি অফিসে ছাত্রলীগের হামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ

    মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলা করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আজ শনিবার দুপুরের দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় গাংনী সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে ছাত্রলীগের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিএনপির কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় গাংনী থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে ছাত্রলীগের কর্মীরা আবারও জড়ো হয়ে বিএনপি অফিস ভাংচুর করে।

    এরপর গাংনী উপজেলা ছাত্রলীগ গাংনী বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
    গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল আহম্মেদ জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি অফিসে হামলা করেন।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, ছাত্রলীগের মিছিলে বিএনপির নেতাকর্মীরা রাম দা নিয়ে ধাওয়া করেন।

    গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শহরে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০