• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাছে বাসের ধাক্কা, নিহত ২

    গাছে বাসের ধাক্কা, নিহত ২

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

    বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই জন নিহত হন।

    নিহতদের মধ্যে একজন পিরোজপুর জেলার সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (২৪)। অপর নিহত নারীর (৩০) পরিচয় এখনও পাওয়া যায়নি।

    মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ আবুল হোসেন জানান, ঢাকা থেকে খুলনাগামী মেঘনা পরিবহনের একটি যাত্রবাহী বাস দ্রুতগতি থাকায় ফকিরহাট উপজেলার পালেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০