• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজাবাসীদের নিয়ে শাকিব খানের আবেগী পোস্ট

    গাজাবাসীদের নিয়ে শাকিব খানের আবেগী পোস্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২৫ | ২:২৯ অপরাহ্ণ

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই। দিনের পর দিন বোমা বর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, প্রাণ হারাচ্ছে নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক এমনকি উদ্ধারকর্মীরাও। গাজার আকাশজুড়ে শুধু কান্না আর ধ্বংসের ছবি।

    বিশ্বজুড়ে মানুষ গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে পথে নামছেন, চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। বাংলাদেশেও রাজধানীসহ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে জোরালো কণ্ঠ তুলেছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়। ঘৃণা আর ক্ষোভে মুখর হয়েছেন নেটিজেনরা। এই সংহতির স্রোতে এবার গলা মিলিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

    সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি – ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।

    শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, সাদিয়া আয়মানসহ বিনোদন অঙ্গনের অনেক তারকারা। এছাড়াও সোমবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নেমেছিল দেশের অনেকেই। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা।

    উল্লেখ্য,‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০