- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৩ | ৪:৩৪ অপরাহ্ণ
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ছেড়ে চলে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। গত সোমবার ভারী অস্ত্রসস্ত্রসহ ১ হাজারের বেশি সেনা শহরটিতে আসে। এবারের হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার। এরই মধ্যে নতুন করে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরার।
বুধবার (৫ জুলাই) সকালের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরের কাছে ইসরায়েলি বিমান বাহিনী একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।