• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজায় সুরঙ্গে হামলায় হামাসের শীর্ষ অস্ত্র নির্মাতাকে হত্যা: ইসরায়েল

    গাজায় সুরঙ্গে হামলায় হামাসের শীর্ষ অস্ত্র নির্মাতাকে হত্যা: ইসরায়েল

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ণ

    ফিলিস্তিনের গাজায় হামাসের সুরঙ্গে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় হামাসের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক এবং বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ইসরায়েলি একটি বিবৃতিতে বলা হয়েছে, দুটি পৃথক হামলায় হামাসের একজন শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারী মাহসেন আবু জিনাকে এবং হামাসের যেসকল যোদ্ধারা প্রতিরোধ করছিল তাদের হত্যা করা হয়েছে।

    বর্তমানে গাজা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। তারা বলেছে, সৈন্যরা ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হয়েছে। তবে হামাস বলছে, তাদের যোদ্ধারাও ব্যাপক আকারে পাল্টা হামলা চালিয়েছে।

    ফিলিস্তিনি মিডিয়া গাজা শহরের আল-শাতি শরণার্থী শিবিরের কাছে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘর্ষের কথাও জানিয়েছে। তবে রয়টার্স উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের দাবি যাচাই করতে পারেনি।

    ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর ইসরায়েল আকাশ পথে গাজায় হামলা চালিয়েছে এবং উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করতে স্থলপথে সেনা অভিযান চালিয়েছে।

    হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, গত মাসে ইসরায়েলি বোমা হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

    অপরদিকে ইসরায়েলের দাবি, তাদের ৩২ সেনা নিহত হয়েছে। তাদের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ইসরায়েলের লক্ষ্য ছিল—গাজায় হামাস যোদ্ধা, তাদের অবকাঠামো, তাদের কমান্ডার, বাঙ্কার এবং যোগাযোগ কক্ষের দিকে।

    প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজার তলদেশে কয়েকশ কিলোমিটার বিস্তৃত হামাসের তৈরি একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করতে যুদ্ধ প্রকৌশলীরা বিস্ফোরক যন্ত্র ব্যবহার করছেন।

    হামাস যোদ্ধারা সুরঙ্গপথে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়েছিল বলে হামাসের রয়টার্সকে জানিয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১