• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজায় অভিযানে সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

    গাজায় অভিযানে সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ১:০৮ অপরাহ্ণ

    ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। তবে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা এ বিষয়ে অবগত নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে।

    সংস্থাটি জানায়, সাদা ফসফরাস খুবই দাহ্য রাসায়নিক। এটি ঘন সাদা ধোঁয়া তৈরি করে। এতে ঘরবাড়িতে আগুন লেগে যেতে পারে। মারাত্মক দগ্ধ হতে পারে লোকজন। জনবহুল এলাকায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্রের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। এটি বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে।

    লেবাননে হিজবু্ল্লাহ যোদ্ধাদের ওপর হামলায়ও ইসরাইল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

    হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০০ শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

    শনিবার সকালে হামাসের হামলার পর থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০