- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ
গাজায় হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে একের পর এক রকেট হামলার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার গাজা ভূখণ্ডে পাল্টা বিমান আক্রমণ চালাল ইসরায়েলি সেনা।
স্থানীয় সময় রবিবার (২ জানুয়ারী) এই আক্রমণের কথা ইসরায়েলি সেনা সূত্রেই জানানো হয়েছে। গাজা ভূখণ্ডের দক্ষিণে খান ইউনুসে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি বড় বিস্ফোরণের পর উড়ে যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজায় হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র এবং একটি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর কারণ হিসাবে নিয়ন্ত্রিত অঞ্চল থেকে রকেট হামলা চালানোকে দায়ী করেছে তারা।
উল্লেখ্য, গত শনিবার গাজা থেকে দুইটি রকেট উৎক্ষেপণ করা হয়। সেগুলি মধ্য ইজরায়েলের ভূমধ্যসাগরীয় এলাকায় গিয়ে পড়ে। হামাস প্রায়শই ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালায় এবং সমুদ্র লক্ষ্য করে রকেট উৎক্ষেপণ করে পরীক্ষা চালায়।