• আজ মঙ্গলবার
    • ২৩শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

    গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ

    ইসরায়েলের যুদ্ধজাহাজ গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে। দেশটির সেনাবাহিনী বলছে, তারা হামাসের অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, আল আকসা মসজিদে সাম্প্রতিক সময়ে উত্তেজনার পর এই ঘটনা ঘটল।

    ফিলিস্তিনের পক্ষ থেকে এক ব্বিৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে গাজা উপত্যকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইহুদিদের যুদ্ধবিমানের জবাব দিয়েছে।

    খবরে আরও বলা হয়েছে, অধিকৃত গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হলে ইসরায়েলের বাহিনী তা প্রতিহত করে। এরপর তারা গাজা উপত্যকায় বিমান চালায়।

    আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সম্প্রতি ফিলিস্তিনের আল আকসা মসজিদে অভিযান চালায় ইহুদি বাহিনী। তারা অন্তত ৪শ ফিলিস্তিনিকে গ্রেফতার করে, সংঘর্ষে আহত হয় ১৬০ জনের বেশি।

    এই ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াইরত সংগঠন হামাস ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলে— আল আকসা মসজিদে কোনো ঘটনা হবে রেড লাইন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১