- আজ শুক্রবার
- ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার গোঁসাইগাঁও মাঝির ঘাট এলাকায় লাশটি পাওয়া যায়।
নিহত ফাইজ উদ্দিন (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে। গত সোমবার (৩০ অগাস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
কাপাসিয়া থানার এসআই মো. এনায়েত কবীর জানান, গত সোমবার গ্রামের বাড়ি শ্রীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন ফাইজ উদ্দিন।
“বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার গোঁসাইগাঁও মাঝির ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।”
এসআই এনায়েত কবীর জানান, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বাবা লাশটি শনাক্ত করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |