- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের মার্কেট ও বিপণিবিতানগুলোর বেশ কেনাকাটা জমে উঠেছে। গত দুই বছরের খরা কাটিয়ে এবার ভালো বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, জেলার বিত্তশালীরা ঈদ বাজার করতে চলে যান উত্তরা কিংবা রাজধানীর ভেতরের শপিংমলগুলোতে। তাই তাদের ভরসা স্থানীয় পোশাক শ্রমিক ও শহরের আশপাশের ক্রেতারা।
গাজীপুর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটগুলোতে পুরুষের চেয়ে নারী ও শিশুদের উপস্থিতি বেশি। সকাল থেকেই বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা তাদের পছন্দের ঈদ পোশাক কেনার জন্য বাজারে আসছেন। মার্কেটগুলোতে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, জুতাসহ নানা পণ্যের দোকানগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
এবারের ঈদ বাজারে দেশীয় পণ্যের সঙ্গে পাকিস্তানি ও ইন্ডিয়ান লোনের থ্রি-পিস নারীদের পছন্দের তালিকায় রয়েছে। শিশুদের পছন্দের তালিকায় স্কার্ট, থ্রি-পিস, জিন্সের প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট, কাজ করা নানা ডিজাইনের ফ্রক এবং দেশি-বিদেশি লেহেঙ্গা রয়েছে।
পছন্দের জামা-কাপড় কেনা শেষে তারা ছুটছেন কসমেটিকস কেনার জন্য। এ তালিকায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি, জামার সঙ্গে রং মিলিয়ে হিজাব, ওড়না, গহনা, নেইল পলিশ, লিপস্টিক, মাথার চুলের ক্লিপ।
বাজারের ব্যবসায়ী জানান, গত দুই বছর বাজারে তেমন ক্রেতা পাওয়া যায়নি। এবছর বাজারে প্রচুর ক্রেতা রয়েছে। বেচাকেনাও বেশ ভালো।
এদিকে, মার্কেটগুলোতে জামাকাপড়, জুতাসহ নানা পণ্যের দোকানে বেশ ভিড় থাকলেও স্বর্ণের বাজারে তেমন ক্রেতা নেই। জুয়েলারি ব্যবসায়ী সংকর চন্দ্র দাস বলেন, পহেলা বৈশাখের আগে কিছু বেচাকেনা ছিল। কিন্তু ঈদের সময় যেভাবে ক্রেতা আশা করেছিলাম তা এখনো পর্যন্ত নেই।
তিনি আরও বলেন, দাম বেশি থাকায় মধ্যবিত্তরা এখন আর স্বর্ণের দোকানের দিকে আসতে চান না। বিয়ে-শাদী না হলে তারা শখ করে আর স্বর্ণের গহনা পড়তে চান না।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, গত পহেলা বৈশাখের আগেই বিভিন্ন পোশাক কারখানায় বেতন হয়ে যাওয়ায় শ্রমিকরা বিকেলে বা ছুটির দিনগুলোতে কেনাকাটার জন্য মার্কেটে আসছেন। এজন্য ছুটির দিনে মার্কেটে ভিড় লেগে থাকে। আর বেচাকেনাও বেশ ভালো।