• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজীপুরের শ্রীপুরে কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৯:১৯ পূর্বাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে এক কারখানা শ্রমিককে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ভূক্তভোগী ওই নারী শ্রমিক শান্ত মিয়া (২২), রিফাত (২১) ও নাঈম (১৯) নামের তিন যুবককে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    শনিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন। অভিযুক্ত শান্ত শ্রীপুরের ফরিদপুর গ্রামের তাইজ উদ্দিনের ছেলে, রিফাত মইজ উদ্দিনের ছেলে ও নাঈম আব্দুল খালেকের ছেলে।

    ওসি জানান, ওই নারী নিজেই ঘটনাস্থল থেকে ফিরে এসে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় রাতে মামলা রুজু হয়েছে।

    অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১