• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে অটোচালকের লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২১ | ৬:১৬ অপরাহ্ণ

    গাজীপুরের পূবাইলে এক অটোচালক খুন হয়েছেন। রমজান ভুঁইয়া (৩০) নামের নিহত অটোচালক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহাজমপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকার আব্দুল আজিজুলের বাসায় ভাড়া থাকতো।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে জয়দেপুর-পূবাইল সড়কের গাজীপুর সিটি করপোরেশনের ইছালি ব্রিজ এলাকায় সড়কের পাশে রক্তাক্ত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এস আই শরিফুল হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জয়দেবপুর-পূবাইল সড়কের ইছালি ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১