• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে একই রশিতে ঝুলছিল দুই বন্ধুর মরদেহ

    গাজীপুরে একই রশিতে ঝুলছিল দুই বন্ধুর মরদেহ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মে ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ

    গাজীপুরের মৌচাকে এক রশিতে গলায় ফাঁস দেওয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

    নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। তারা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জুতা কারখানায় চাকরি করতেন।

    সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন একই কারখানায় চাকরি করতেন। সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। আজ ভোর ৬টার দিকে উপজেলার মৌচাকের আইস মার্কেট এলাকায় জেনিস কারখানার বাগানে গাছে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সবার সঙ্গে কথা বলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১