- আজ বৃহস্পতিবার
- ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ নভেম্বর ২০২৩ | ৮:৫৯ অপরাহ্ণ
গাজীপুরে এক যুবকের দেহ থেকে এক হাত ও পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া উত্তর পাড়া এলাকার পরিত্যক্ত একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম- এরশাদ (৩৬)। সে চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। সে পেশায় একজন মাংস বিক্রেতা (কসাই)।
নিহতের স্ত্রী শিলা বেগম ও স্বজনরা জানান, সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানি গ্রামের বছির সড়ক এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে কসাইয়ের কাজ করতেন এরশাদ। সোমবার বিকেলে বাসা থেকে বের হন তিনি। রাত গভীর হলেও বাসায় ফিরতে তার দেরী হওয়ায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ওই রাত ২টার দিকে খবর পান কে বা কারা তার স্বামীকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে। পরে লাশ স্থানীয় জয়নাল আবেদীনের বসত বাড়ির পশ্চিমে পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি’র) বাসন থানার এস আই নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের কনুই থেকে ডান হাতের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল। এছাড়া ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশও ছিল প্রায় বিচ্ছিন্ন এবং দুই বগলের নিচে গভীর ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি টেঁটা ও দুই জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়েছে।
জিএমপি’র বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নিহত যুবক এরশাদ নেশাগ্রস্থ ও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। কোন ব্যক্তিদের সঙ্গে শত্রুতার জেরে তার সহযোগীরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |