- আজ শুক্রবার
- ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২১ | ১২:০২ অপরাহ্ণ
বালুভর্তি ট্রাক-ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। গতকাল রবিবার (৩১ অক্টোবর) বিকেলে মহানগরীর সামন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বিকেল সোয়া ৫টার দিকে রেলস্টেশন সংলগ্ন সামন্তপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় বিকল হয়ে যায়। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা এড়াতে ব্রেক করে থামিয়ে দেন। এতে ট্রেনের ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে।
এ ঘটনায় এ রুটে ময়মনসিংহ, রংপুর, রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |