• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

    গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জানুয়ারি ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ

    গাজীপুর মহানগরীর পুবাইলের বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

    নিহতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২৫)।

    মিলন মিয়া সহকারী অপারেটর ও ঝর্ণা শ্রমিক হিসেবে স্থানীয় নৈপাড়া এলাকার প্রাইম সুয়েটার লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।

    প্রাইম সুয়েটার কারখানার অ্যাডমিন মাহবুবর রহমান উজ্জ্বল ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, নিহত দুজনই গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ভিন্ন ভাড়া বাসায় থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন। দুপুরে তারা তাদের কর্মস্থল থেকে বের হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য তাদের বাসায় যাচ্ছিলেন। রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রথমে একজন নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পুরুষ শ্রমিকের মরদেহটি তার স্বজনরা নিয়ে যান। পরে ওই পুরুষের মরদেহটিও উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১