• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

    গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

    গাজীপুরের ভাওয়াল স্টেশনের কাছে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চলছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

    ভোর চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরই বিকট শব্দে ইঞ্জিনসহ ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।

    এতে ট্রেনের এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।

    জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১