- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ অক্টোবর ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ
গাজীপুরে নিখোঁজ হওয়ার দুই বছর পর এক ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর নান্দুন কড্ডা এলাকার একটি বাড়ির মাটি খুঁড়ে এসব পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম মো. মিনারুল (৪১)। তিনি জামালপুরের বকশিগঞ্জ থানার পলাশতলা এলাকার নুরু বক্তার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসন থানার কড্ডা এলাকা থেকে দুই হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার আসামি মো. আলমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তিনি জানান, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে কড্ডা এলাকার মোল্লাপাড়ার জনৈক হালিমের বাড়ির ভাড়া করা রুমে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও আগের একটি হত্যা মামলা নিয়ে কথা-কাটাকাটি হয়।
নিহত মিনারুলের বড় ভাই মিজান ওই মামলার বাদী। তারা মামলা তুলে নিতে মিনারুলকে চাপ দেন। একপর্যায়ে আসামি আলমসহ ৪-৫ জন মিনারুলকে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন এবং মরদেহ বাড়ি থেকে একটু সামনে মাটিচাপা দেন।
মিনারুলও মাদক ব্যবসায়ী ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ৬-৭টি মামলা রয়েছে। তিনি নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি র্যাবের কাছেও অভিযোগ করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, মাদক মামলায় গ্রেফতার আলমের দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে মিনারুলের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। এগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।