- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ | ৫:৫৩ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছ্নে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বদনীভাঙা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক হারুন অর রশিদ (৪০)। তিনি উপজেলা সিমলাপাড়া গ্রামের মো, আহমদ আলীর ছেলে। অপরজনের নাম জাকির হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মো. বারেকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার পাশের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় হাট বসে। সে হাটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে দুজন রওনা দেন। তাদের মোটরসাইকেলটি আঞ্চলিক সড়কের বদনীভাঙা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কা দেয়। এসময় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পিকআপ শনাক্তে কাজ চলছে।’