• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজীপুরে পোশাক কারখানায় আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুন ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

    গাজীপুরের কোনাবাড়িতে জার্সি নিট ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা মেশিন, সুতা, পুরো শেড ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ১২টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র ওয়্যারহাউস ইন্সপেক্টর তাশাররফ হোসেন জানান, কারখানার সেমিপাকা দ্বিতল টিনশেড ভবনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিচে থাকা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি, কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১