• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ নভেম্বর ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ

    সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

    শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান কমটেক্স লিমিটেডের এক নারী শ্রমিক কাজে যোগদান করতে আসছিলেন। রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয়। এরপর বাসটি দ্রুত পালিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই ওই কারখানার শ্রকিকরা নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেন। তারা বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    তবে সকাল থেকেই যৌথবাহিনীর সদস্যরা নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় যৌথবাহিনীর সদস্যদের।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১