• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে প্রতিমা ভাঙচুর মামলায় গ্রেপ্তার ২০ রিমান্ডে ১৮ জন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২১ | ১১:৩৫ পূর্বাহ্ণ

    গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩টি মামলা হয়। এসব মামলায় ২০ জনকে গ্রেপ্তারের পর ১৮ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    শুক্রবার (১৫ অক্টোবর) প্রতিমা ভাঙচুরের পৃথক ৩টি মামলায় ১৮ জনের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়, পরে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কাশিমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক মন্দির পরিচালনাকারী সুবল চন্দ্র দাস ও পালপাড়া নামাবাজার এলাকার সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল বাদি হয়ে ওই মামলা তিনটি করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০জনকে আসামি করা হয়েছে।

    দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এসআই মো. তানভীর আহমদ জানান, শুক্রবার সকালে আদালতে গ্রেপ্তারদের মধ্যে ১৮ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুইজনকে ঘটনার দিন আহত অবস্থায় আটক করা হয়েছিল। তারা সুস্থ হলে পরে তাদেরও রিমান্ড চাওয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১