- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২২ | ১:৩৩ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর কমার্স কলেজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের যোগীতলা নতুন বাজার এলাকার একটি মাঠে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও গাজীপুর কর্মাস কলেজ একাদশ দল অংশগ্রহণ করে।
খেলা উদ্বোধন করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে প্রধান অতিথি ছিলেন মাহির স্বামী ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সুমন। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়।
খেলায় টাইব্রেকারে ব্যারিস্টার সুমন একাদশকে হারিয়ে গাজীপুর কর্মাস কলেজ একাদশ জয়লাভ করেছে। খেলা শেষে আগত দর্শকদের কাছে আর্জেন্টিনার জন্য দোয়া চেয়ে সবাইকে ফুটবল খেলার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার সুমন।