• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

    গাজীপুরে ওভারটাইমের বকেয়া টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

    সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টা থেকে নগরীর কোনাবাড়ি বাইমাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

    বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। গত এক মাসের ওভার টাইমের টাকা বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে ঘুরাতে থাকে। এ পর্যন্ত বেশ কয়েকবার টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েও পরিশোধ করা হয়নি। সোমবার শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান না দিয়ে মালিকপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এ সময় কারখানা প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান এক শ্রমিককে মারধর করেন। এ ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বের হয়ে কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

    কারখানার সুইং অপারেটর আনোয়ারা বেগম জানান, আমরা এ কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছি। গত মাসের বেতন দিলেও ওভার টাইমের সাত-আট হাজার টাকা করে বকেয়া রয়েছে। এসব বকেয়া বেতনগুলো দিচ্ছেন না মালিকপক্ষ।

    প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। তারা ওভার টাইমের যে টাকা পাবে মালিকপক্ষ সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছেন।

    কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারাফুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া ওভার টাইমের টাকা মালিকপক্ষ থেকে সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছিল। না দেওয়ায় সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের ও ভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১