- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:০০ অপরাহ্ণ
ব্যাটারি চালিত অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স প্রদান ও সেগুলো চালু রাখার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে চালকরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
রিকশা-ভ্যান-ইজিবাইক অধিকার রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আরমান হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাঈদ উজ্জ্বল, ইয়াসিন মিয়া, জিহাদ রহমান, আবদুল মোতালেব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া ইজিবাইক বন্ধ করা যাবে না। সড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের সময় আটক, ডাম্পিং ও হয়রানি করা যাবে না।
সভা শেষে প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে অটোরিকশা-ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন। পরে তারা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।