• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ

    গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৪:২১ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে বেতনের নতুন কাঠামো বাস্তবায়নের দাবিতে মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিল লিমিটেডের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ করে।

    আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।

    শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।

    শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যােগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০