• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে যাত্রী সংকটে যানবাহন, ফাঁকা রাস্তা-ঘাঁট

    গাজীপুরে যাত্রী সংকটে যানবাহন, ফাঁকা রাস্তা-ঘাঁট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ

    ঈদুল ফিতরকে ঘিরে গাজীপুর সড়কে আগেরদিন রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। বুধবারও চাপ আছে। যাত্রীর অপেক্ষায় সড়কে যত্রতত্র দাঁড়িয়ে থাকছে গাড়ি। ফলে কিছু অংশে যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও কোনো যানজট নেই। নির্বিঘ্নে ঈদযাত্রায় খুশি ঘরমুখো মানুষ।

    উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, এ দুই স্থানে যাত্রী সংখ্যা কম কিন্তু সড়কে যানবাহনের সংখ্যা অনেক। যাত্রীর তুলনায় গণপরিবহন বেশি থাকায় কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না।

    বুধবার ভোর থেকে কয়েকশ ঘরমুখো মানুষ গাজীপুরের চান্দনা চৌরাস্তা চন্দ্র মোড় এলাকায় অবস্থান নেন গন্তব্যে যাওয়ার জন্য। এদের মধ্যে অনেকে অগ্রিম টিকিট কেটে রাখায় বাস আসা মাত্রই গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। আর যারা টিকিট কাটেননি তারাও তাৎক্ষণিক দরদাম করে গন্তব্যে রওনা হচ্ছেন।

    চন্দ্রা ত্রিমোড় এলাকার ব্যবসায়ী মো. ইউছুব আলী বলেন, চন্দ্রা মোড়ে বাসগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে তাদের ইচ্ছে মতো। যাত্রী ওঠাতে গিয়ে সময়ক্ষেপণ করছে। একটু যাচ্ছে একটু থেমে থাকছে। যাত্রীদের কাছ থেকে কীভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা যায় সেই চেষ্টায় আছে। ফলে পেছনের বাসগুলো চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এতে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

    হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে কালিয়াকৈর সড়কে যানবাহনের কোনো চাপ নেই বললেই চলে।

    কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মো. আতিকুল ইসলাম বলেন, সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। তবে এটি স্বাভাবিক সময়ের চিত্র। এখানে ঈদের ছুটির চাপ পড়েনি। শিল্প কারখানা ছুটি হলে যানবাহনের চাপ বাড়বে কয়েকগুণ। যানজট নিরসনের হাইওয়েসহ বিভিন্ন বাহিনীর পুলিশ সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

    অপরদিকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে নেই চিরচেনা যানজট। সকাল থেকে যাত্রী সড়কে পর্যাপ্ত গণপরিবহন দেখা গেলেও যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।

    পরিবহন মালিক রিপন হোসেন বলেন, টঙ্গী ও গাজীপুরের পোশাক কারখানাগুলো বুধবার বিকেলে ছুটি হবে। বৃহস্পতিবার সকাল থেকে সড়কে যাত্রী সংখ্যা বাড়তে পারে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, টঙ্গী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ককে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে যেসব যানবাহন গাজীপুর হয়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে যাবে সে সব যানবাহনকে দ্রুত চান্দনা চৌরাস্তা পার করে দেওয়া হবে। যাতে পেছন দিকে কোনো যানজট সৃষ্টি না হয়। রাস্তার পাশে অবৈধ পার্কিং এবং যত্রতত্র যেন যাত্রী পরিবহন না করা হয় এজন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন আছে।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন ও নিশ্চিত করতে ভবানীপুর থেকে জৈনাবাজার পর্যন্ত ২২ কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি টহল টিম কাজ করছে, পাশাপাশি মোবাইল টিমসহ একটি রেকার প্রস্তুত আছে।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১