• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে যাত্রীদের ভোগান্তি

    গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে যাত্রীদের ভোগান্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ

    বকেয়া বেতন আদায়সহ আরও বিভিন্ন দাবিতে গাজীপুরের মোগরখাল, কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শ্রমিকেরা এ আন্দোলনে নামেন বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বকেয়া বেতন আদায়ের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকেরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    আন্দোলনরত শ্রমিকেরা জানান, টিএনজি গ্রুপে ৩ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিক পক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

    এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চার থেকে পাঁচটি কারখানায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ ছাড়া ওই এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

    গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এ ছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে।

    এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকেরা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১