• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজীপুরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

    গাজীপুরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪ | ৪:২০ অপরাহ্ণ

    হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় ভোটকেন্দ্রে দায়িত্বরত থাকা আব্দুল করিম নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

    রবিবার (৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হেলাল মিয়া।

    আব্দুল করিম (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন। উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।

    প্রিসাইডিং অফিসার হেলাল মিয়ার ভাষ্য, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাশতা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রে আসছিলেন তিনি। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই ভোটগ্রহণ কর্মকর্তা। পরে তাকে হাসপাতালে আনা হয়। ভোট শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০