• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ ব্যক্তিদের একজন মারা গেছেন

    গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ ব্যক্তিদের একজন মারা গেছেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২৪ | ৪:১৫ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের আগুনে দগ্ধ হওয়া ৩৬ জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম মো. সোলেমান মোল্লা (৪৫)।

    শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সোলাইমান মোল্লা এ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

    কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, মরদেহ উপজেলা প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দাফন কাফনের খরচ প্রশাসন বহন করবে।

    স্বজনরা বলেন, সোলাইমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে কালিয়াকৈরেই থাকতেন।

    কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গত বুধবার সন্ধ্যায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদেরই একজন আজ মারা গেলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১