• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের আমৃত্যু ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ড

    গাজীপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের আমৃত্যু ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২২ | ৭:০১ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তি খুনের মামলার ২৯ বছর পর সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুই সহোদরের আমৃত্যু কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা, পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের খালাসের রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী।

    নিহত সুলতান উদ্দিন (৫৫) শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার ধনাই বেপারীর ছেলে। দন্ডিতদের মধ্যে ভিক্টিমের দুই ভাই মো: মাইন উদ্দিন (৬৫) ও তার ভাই আবুল কাসেম বেপারীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো স্থানীয় আব্দুল কাদিরের ছেলে দুলাল উদ্দিন (৫০), ধনাই বেপারীর ছেলে আ: মান্নান (৫৫), বেলতলী এলাকার সোনা উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৬০), একই এলাকার শুক্কুর আলীর ছেলে মো: আজিজুল হক (৬০)। বেকসুর খালাসপ্রাপ্ত হলেন স্থানীয় মো: গিয়াস উদ্দিন (৬০)।

    বাদি পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর জানান, জমি-জমা নিয়ে ভিক্টিম ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিহত সুলতান উদ্দিন, তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশি মুজিবুর রহমান ভিক্টিমের বসত বাড়ির পশ্চিমের ঘরে বসে পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছিলেন। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দন্ডিতরা আরো কয়েকজনকে নিয়ে ওই ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে। এক পর্যায়ে সুলতান উদ্দিনকে ধরে বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলেই হত্যা করে। এসময় ভিক্টিমের ডাকচিৎকার শুনে নিহতের দুই ছেলে মোবারক হোসেন ও আবুল কালাম আজাদ বাবাকে রক্ষা করতে গেলে তাদেরকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে দন্ডিতরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরদিন ভিক্টিমের ভাই মো: মোতাহার হোসেন বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
    বাদি পক্ষের আইনজীবী ছিলেন নিহতের ছেলে ও গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মো: সুলতান উদ্দিন এবং আব্দুর রশিদ। ১৯৯৭ সালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার কাজ শুরু হয়। দীর্ঘদিন শুনানী ও ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় দেন আদালত। রায়ে ভিক্টিমের দুই ভাইয়ের আমৃত্যু কারাদন্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা এবং অপর পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর আসামি গিয়াস উদ্দিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

    নিহতের ছেলে আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর আরো জানান, হত্যাকান্ডের ১৫ দিন আগেও আসামীদের কয়েকজন সুলতান উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। তখন ওই বছরের ৩১ আগস্ট শ্রীপুর থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়। জিডির ১৫ দিন পরই বাবাকে হত্যা করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১