- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ
গাজীপুরে ভবানীপুরে হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে আরএন্ডজি বিডি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভে নামে এবং ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার ভবানীপুরে আরএন্ডজি বিডি গার্মেন্টস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে কর্মবিরতি করে আন্দোলন নামে। এসময় শ্রমিকরা কারখানা ফটকের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শত শত মানুষ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আরএন্ডজি বিডি গার্মেন্টস কারখানার একজন কর্মকর্তার পদত্যাগ, হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তা পদত্যাগ করেছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেবে।’
এদিকে, গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি কাজ করছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্যমতে, গাজীপুরে ২ হাজার ৬০০ তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ২২ লাখ শ্রমিক।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |