- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২০২২ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। মোট ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ খাতে। গতকাল রবিবার সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ওই বাজেট ঘোষণা করেন।
মেয়র বলেন, ‘গাজীপুর দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। সে বিবেচনায় এবার ২০ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গাজীপুরকে গ্রিন সিটি, ক্লিন সিটি নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া বাজেটে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ২০ হাজার ৬৮৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খোকন। বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |