• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ ইসির

    গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ ইসির

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ

    গাজীপুর সিটি করপোরেশন ভোটে শোডাউন না করে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো.আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    এতে বলা হয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ধরনের শোডাউন করা যাবে না এবং ৫ জনের অধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

    মনোনয়নপত্র দাখিলের সময় কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কোনও সংস্থা বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

    গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে।

    এই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

    গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। কেননা, আইন অনুযায়ী, ভোটগ্রহণ করতে হবে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১