- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
শোকজ প্রাপ্তরা হলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল এবং নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সনজিৎ মল্লিক। বুধবার (২৬ এপ্রিল) তাদের ওই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম সই করা চিঠিতে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টার অপসারণের বিষয়ে নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়। তারপরও সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন দেওয়ালে লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়।
এছাড়া নগরীর ২৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনকালে দেখা যায়, ওয়ার্ডের বাউন্ডারি দেওয়ালে কাউন্সিলর প্রার্থী সনজিৎ মল্লিকের পোস্টার শোভা পাচ্ছে, যা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।
ওই বিধিমালার বিধি ৩১ অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং এজন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং বিধি ৩২ অনুসারে প্রার্থিতা বাতিলেরও বিধান আছে।
আগামী ২৮ এপ্রিলের মধ্যে প্রচার-প্রচারণা সংক্রান্ত সব পোস্টার, বিলবোর্ড নিজ খরচে অপসারণসহ ওই বিধিমালার অধীনে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/আরএইচটি