• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাপটিলকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক রোহিত

    গাপটিলকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক রোহিত

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জুলাই ২০২২ | ২:০৯ অপরাহ্ণ

    সম্প্রতি রোহিত শর্মাকে টপকে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। টি-টোয়েন্টিতে মার্টিনের রান ৩৩৯৯। তার থেকে মাত্র ২০ রান দূরে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

    শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আবার গাপটিলকে সরিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক রানের মালিকানা নিয়ে ফেললেন তিনি।

    এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত। ওপেন করতে নেমে মাত্র ৪৪ বলে ৬৪ রান করেন রোহিত শর্মা। ম্যাচে নামার আগে রোহিতের ২০ রান প্রয়োজন ছিল গাপটিলের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের (৩,৩৯৯ রান) মাইলস্টোনকে পেরিয়ে যেতে।

    রোহিত সেটাকে পেরিয়ে রেকর্ডের নতুন মালিক হয়েছেন। একই সঙ্গে হাফ সেঞ্চুরিও করেন। এরই পাশাপাশি টি-২০-তে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক হয়ে টপকে গেলেন বিরাট কোহলিকেও। ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে কোহলির। সেখানে এদিন ৩১তম অর্ধশতরান ঝুলিতে ভরলেন রোহিত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০