- আজ রবিবার
- ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৬শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২১ | ৬:০৬ অপরাহ্ণ
গাজীপুরে গাড়ি কম থাকায় এবং ভাড়া বেশি নেওয়ায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ দেখায়।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, বিক্ষোভের সময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। প্রায় এক ঘণ্টা পর ৯টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে আবার যান চলাচল শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা খোলা হলেও রাস্তায় গাড়ি কম। আবার ভাড়া কয়েকগুণ বেশি। এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুর্ভোঘ লাঘবে শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।