- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২১ | ৪:২৫ অপরাহ্ণ
গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ পড়ুয়া তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
সোমবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরুণীর পরিবার কুমিল্লায় থাকে। গুলশানের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, রোববার বড় বোনকে ফোন করে ঝামেলায় পড়ার কথা জানান ভুক্তভোগী। সোমবারই কুমিল্লা থেকে ঢাকা আসেন বড় বোন। সন্ধ্যা নাগাদ ঐ ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়া পাননি তিনি। ফোনও ছিলো বন্ধ। পরে লক ভেঙে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর দেন পুলিশ ও বাড়িওয়ালাকে।
পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। তরুণীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |