• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    গুলশানে জোড়া খুন, চট্টগ্রামে গ্রেফতার মূল আসামি রুমন

    গুলশানে জোড়া খুন, চট্টগ্রামে গ্রেফতার মূল আসামি রুমন

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৪ | ৩:০৩ অপরাহ্ণ

    রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

    তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথাও জানান তিনি।

    গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহতরা হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৬)।

    এর মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

    এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০