- আজ বুধবার
- ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ
বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, গুলিস্থান মোড় এলাকায় দ্রুতগামী একটি বাস দুজনকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় আমরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন সেখানে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।