• আজ বুধবার
    • ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

    গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুলাই ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ

    রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে, জবাবে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জোরদার চেষ্টা চালাচ্ছে।

    এর আগে আন্দোলনরত শিক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জে সচিবালয় এলাকায় থেকে ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান ও শিক্ষা ভবনের দিকে অবস্থান নেয়। পরে গুলিস্তান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। এতে আবারও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বায়তুল মোকাররমের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

    এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেন। এ সময় সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে চলে যান। তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।

    আর দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য ২০ মিনিটের সময় নিয়েছেন। কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১