- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২২ | ৩:০৭ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠিকতা শুরু হয় গোপালগঞ্জে।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা পরিষদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ-সংগঠন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ৮টায় শেখ কামাল স্টেডিয়াম মাঠে শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীর চর্চা প্রদর্শন করে।