• আজ শনিবার
    • ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গোলাগুলির ঘটনায় আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ

    গোলাগুলির ঘটনায় আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ

    সাম্প্রতিক সময়ে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তে। প্রায়ই এই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। এবার আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংয়ে গুলি বিনিময়ের পর এটি বন্ধ করা হয়েছে।

    পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা বুধবার তোরখাম ক্রসিংয়ে গোলাগুলির শব্দের খবর দেন। তারা বলেন, গোলাগুলি শুরু হলে খাইবার পাসের কাছে ব্যস্ত সীমান্ত এলাকা থেকে লোকজন পালিয়ে যায়। পাকিস্তান এবং স্থলবেষ্টিত আফগানিস্তানের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান স্থান হল তোরখাম সীমান্ত পয়েন্ট।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, গুলি বিনিময়ের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উভয় পক্ষের সীমান্তরক্ষীরা কেন গুলি বিনিময় করেছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

    পাকিস্তান সরকার এবং সামরিক কর্মকর্তারা তাদের আফগান সমকক্ষদের সাথে উত্তেজনা প্রশমিত করতে যোগাযোগ করেছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১