- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২১ | ৯:৫৭ পূর্বাহ্ণ
গ্রিসে দাবানল নিভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির জাকিনথস দ্বীপে রোববার বিমানটি বিধ্বস্ত হয়, তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এর পাইলট। খবর রয়টার্স ও ডেইলি সাবাহর।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রিসের ১৫৪টি স্থান দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।
আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়েছেন শত শত গ্রিক নাগরিক। গত ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই।
রোববারও দাবানলের ভয়াবহ আগুন নেভাতে মরিয়া দমকল বাহিনীর ১৪৫০ সদস্য।